![ছবি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj33q-d4aWLqPguTYf7hNIPB_jOqvHm_BX2MRtYb3z5PhtJ-tvMuTBYWm5wDgWai-fFm0iY-mOtuaMAHzXlYBFt0Fz-RZYCx8YhRDmE41v4_1FV5vKF8IAyETJxEKu0x-gOpqaUHiO28IWw/s320/Nesha-Song-Arman-Alif.jpg)
ARMAN ALIF'S Nesha LYRICS | আরমান আলিফের ‘নেশা’ গানের লিরিক্স ইদুল আযহা উপলক্ষে গত ২০ আগস্ট মুক্তি পায় ‘অপরাধী’ গানের সুরকার সঙ্গীতশিল্পী আরমান আলিফের নতুন গান ‘নেশা’। গানটি প্রকাশ পায় দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। বরাবরের মতো নিজের কণ্ঠে গাওয়া নেশা গানটিরও গীতিকার, সুরকার আরমান আলিফ নিজেই। গানটি প্রকাশের পরপরই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। স্থান করে নিয়েছে শ্রোতাদের মনে। গানটি প্রকাশের ১৫ দিন পার না হতেই ভিউ দাড়িয়েছে এক কোটিরও বেশি। আরমান আলিফের ‘অপরাধী’ গানটি শোনেন নি এমন শ্রোতা পাওয়া দুস্কর। এ পযর্ন্ত অনলাইন জগতের সবচেয়ে বেশি ভিউ হওয়া বাংলা গান এটি। ইউটিউবে গানটি ভিউ হয়েছে ১৩ কোটিরও বেশি। যা এখনো চলছে। ‘অপরাধী’ গানের গল্পকে নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র। গানটিকে হিন্দি ভাষায়ও রিমেক করা হয়েছে। গানটি নিজের মতো করে গেয়ে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছে অনেকেই। ‘অপরাধী’র মতোই এর আগে তার ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’র ইউটিউব চ্যানেল ‘চন্দ্রবিন্দু বিডি’তে ২০১৭ সালে প্রকাশ পেয়েছিল ‘নিকোটিন’। Track Name : Nesha Lyrics ...