ARMAN ALIF'S Nesha LYRICS | আরমান আলিফের ‘নেশা’ গানের লিরিক্স

ইদুল আযহা উপলক্ষে গত ২০ আগস্ট মুক্তি পায় ‘অপরাধী’ গানের সুরকার সঙ্গীতশিল্পী আরমান আলিফের নতুন গান ‘নেশা’।  গানটি প্রকাশ পায় দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। বরাবরের মতো নিজের কণ্ঠে গাওয়া নেশা গানটিরও গীতিকার, সুরকার আরমান আলিফ নিজেই। গানটি প্রকাশের পরপরই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। স্থান করে নিয়েছে শ্রোতাদের মনে। গানটি প্রকাশের ১৫ দিন পার না হতেই ভিউ দাড়িয়েছে এক কোটিরও বেশি।
আরমান আলিফের ‘অপরাধী’ গানটি শোনেন নি এমন শ্রোতা পাওয়া দুস্কর। এ পযর্ন্ত অনলাইন জগতের সবচেয়ে বেশি ভিউ হওয়া বাংলা গান এটি। ইউটিউবে গানটি ভিউ হয়েছে ১৩ কোটিরও বেশি। যা এখনো চলছে। ‘অপরাধী’ গানের গল্পকে নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র। গানটিকে হিন্দি ভাষায়ও রিমেক করা হয়েছে। গানটি নিজের মতো করে গেয়ে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছে অনেকেই। ‘অপরাধী’র মতোই এর আগে তার ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’র ইউটিউব চ্যানেল ‘চন্দ্রবিন্দু বিডি’তে ২০১৭ সালে প্রকাশ পেয়েছিল ‘নিকোটিন’। 

Track Name : Nesha
Lyrics & Singer : Arman Alif
Composition : Band Chondrobindu

আরমান আলিফের ‘নেশা’ গানের লিরিক্স
----------------------------------------
তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা,
তোমার জন্য হারায় গেলো আমার ঠিকানা।
তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না,
তোমার কাজল রঙে রাঙা, তুমি কার আঙিনা? (আবার ...)
আজ আমার ভেতর জুড়েই শুধু নেশার বসবাস,
নেশা হাসায়, নেশায় কাঁদায় নাই আমি আমার।
রোজ বিকালের মতো তোমায় আরতো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো খবর নিওনা। (আবার ...)
হে ...
থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিলো না,
আজ ভিতর ঘরে ধোঁয়া থাকে তুমি থাকো না।
আমার লাল রঙা হৃৎপিণ্ড হইতেছে কালো,
কলিজাটা যাক পুড়ে তবু তুমি থাকো ভালো (আবার ...)
আজ আমার ভেতর জুড়েই শুধু নেশার বসবাস,
নেশা হাসায়, নেশা কাঁদায় নাই আমি আমার।
রোজ বিকালের মতো তোমায় আরতো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো খবর নিওনা।
আমি যেনো কোনদিনও সিগারেট না ছুঁই, 
বলতা তুমি করতা শাসন লাগতো রে ভালোই।
আজ নিকোটিনে হইছে কালো ভিতর ঘরের সব,
এখন শাসন করা মায়াবতি কই গেলো কই? (আবার ....)
আজ আমার ভেতর জুড়েই শুধু নেশার বসবাস,
নেশা হাসায়, নেশা কাঁদায় নাই আমি আমার।
রোজ বিকালের মতো তোমায় আরতো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো খবর নিওনা। (আবার ...)
NESHA BY ARMAN ALIF LYRICS
--------------------------------------------
Tomar Neshay Poira Ami Hoilam Dewana,
Tomar Jonno Haray Gelo Amar Thikana.
Tomar Moto Thakla Tumi Khobor Nila na,
Tomar Kajol Ronge Rangao Tumi Kar Angina? [X2]
Aj Amar Vetor Jurei Jurei Sudhu Neshar Bosobas,
Nesha Hasay - Neshai Kaday Nai Ami Amar.
Roj Bikaler Moto Tomay Ar To Dekhi na,
Ami Amar Motoi Thakbo Valo, Khobor Nio na.
Hey ...
Thakte Hobe Tomay Chhara Kotha Chhilo na,
Aj Vetor Ghore Dhoya Thake Tumi Thako na.
Amar Laal Ronga Hridpindo Hoiteche Kalo,
Kolijata Jak Pure Tobu Tumi Thako Valo. [X2] 
Aj Amar Vetor Jurei Jurei Sudhu Neshar Bosobas,
Nesha Hasay - Neshai Kaday Nai Ami Amar.
Roj Bikaler Moto Tomay Ar To Dekhi na,
Ami Amar Motoi Thakbo Valo, Khobor Nio na.
Ami Jeno Konodino Cigarette na chhui,
Bolta Tumi Korta Shashon, Lagto Re Valoi.
Aj Nicotine e Hoiche Kalo Vetor Ghorer Sob,
Ekhon Shashon Kora Mayaboti Koi gelo koi? [X2]
Aj Amar Vetor Jurei Jurei Sudhu Neshar Bosobas,
Nesha Hasay - Neshai Kaday Nai Ami Amar.
Roj Bikaler Moto Tomay Ar To Dekhi na,
Ami Amar Motoi Thakbo Valo, Khobor Nio na. [X2] End.
 

আরও খবর পড়তে পারেন 




নিচের বক্সে মন্তব্য করুন 

 

 

Official Facebook Id



 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

SIam Mahmud #Siam_Mahmud..... Sahin Khan

Siam Mahum (Biography)